ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের সোনাহাট ভূমি অফিস চত্বরে অবস্থিত।
বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে কুড়িগ্রামে এসে অথবা ঢাকা টু ভুরুঙ্গামারী গামী ডে ও নাইট কোচে ভুরুঙ্গামারীতে নেমে মাত্র ২০ টাকা অটোরিক্সা ভাড়ায় সোনাহাট স্থল বন্দর যেতে পারেন। থাকার জন্য ভুরুঙ্গামারী, নাগেশ্বরী ও কুড়িগ্রাম সদরে ভালমানের নিরাপত্তামুলক ব্যবস্থা সহ অনেক আবাসিক হোটেল আছে । এছাড়া আপনি ডাকবাংলোতেও রাত্রি যাপন করতে পারেন।
সোনাহাট ইউনিয়ন ভূমি অফিস
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।
আধুনিক মানের জনবান্ধব অভ্যর্থনা সেবা কেন্দ্র ও ভূমি বোটানিক্যাল গার্ডেন। ১৪ মার্চ ২০২৩ তারিখ শুভ উদ্বোধন হয়।
উল্লেখ্য ভারতীয় সীমান্তবর্তী সোনাহাট ভুমি অফিসটির ২.৭৯ একর নিজস্ব জায়গার মধ্যে রয়েছে একটি বিরাট পুকুর, খেলার মাঠ, কলাবাগান, পাশেই রয়েছে পরিত্যক্ত জায়গা।
এসকল জায়গা নয়নাভিরাম ও দৃষ্টি নন্দন করার জন্য লাগানো হয়েছে বিভিন্ন জাতের ফুল ও ফলের গাছ। বাগানের মাঝখানে বানানো হয়েছে দর্শানার্থীদের বিশ্রামের জন্য গোল ঘর। যাতে ইউনিয়ন ভূমি অফিসে আগত সেবা গ্রহিতরাও এখানে বসে সেবা নিতে পারেন।
ইতোমধ্যে জায়গাটি পিকনিক স্পট হিসাবে খ্যাতি অর্জন করেছে এবং প্রায় প্রতিদিন বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পিকনিক খেতে আসেন। শুধু তাই নয়, সোনাহাট স্থলবন্দর ও সীমান্ত দর্শনের জন্য আগত দর্শনার্থীরা এখানে এসে আনন্দের সাথে কিছু সময় অবস্থান করে মন প্রাণ জুড়িয়ে নেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস