ভূরুঙ্গামারী উপজেলা কুড়িগ্রাম জেলা তথা বাংলাদেশের একটি অন্যতম উপজেলা। এখানে অনেক জ্ঞানীগুনী লোকজন বাস করেন। উপজেলা ওয়েব পোর্টাল চালু হওয়ায় সকলেই এটিকে অভিনন্দন জানিয়েছেন। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অঙ্গীকারের সাথে একাত্মহয়ে ভূরুঙ্গামারী উপজেলার সকল সরকারী, বে-সরকারি অফিস ও সেসকল অফিসের কর্মপ্রক্রিয়া জনগণের সামনে তুলে ধরাই এই তথ্য বাতায়নের উদ্দেশ্য। সরকার কর্তৃক প্রদত্ত সকল ধরণের নাগরিক সেবা ও উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে এইতথ্য বাতায়নের সাহায্যে পৃথিবীর যে কোন প্রান্ত হতে সকল শ্রেণীর মানুষ অবগতহতে পারবেন। এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় তাদের কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তির দ্বার উন্মোচিত হবে। সমন্বিত উদ্দোগের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর, সন্ত্রাসমুক্ত, উন্নয়নমুখী আলোকিত ডিজিটাল ভূরুঙ্গামারী গড়াই আমাদের লক্ষ্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস