২ ফেব্রুয়ারি থেকে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে।
নিম্নে প্রতিযোগিতার সময়সূচি দেওয়া হলো:
২ ফেব্রুয়ারি :
ক গ্রুপ ছাত্র/ছাত্রী ( ৬ষ্ঠ- ৮ম শ্রেণি) : ১০০ মিটার, ২০০ মিটার দৌড়।
খ গ্রুপ ছাত্র/ ছাত্রী (৯ম- ১০ম) : ১০০ মি, ২০০ মি, ৪০০ মি দৌড়।
৪ ফেব্রুয়ারি:
খ গ্রুপ ছাত্র/ ছাত্রী
৮০০ মি, ১৫০০ মি দৌড়ে; ৪× ১০০ মি রিলে, জেভলিন থ্রো, শটপুট, ডিসকাস।
৫ ফেব্রুয়ারি:
ক গ্রুপ ছাত্র/ ছাত্রী: হাই জাম্প, লং জাম্প
খ গ্রুপ: লং জাম্প, হাই জাম্প, ট্রিপল জাম্প।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান:
৫ ফেব্রুয়ারি দুপুর ৩: ০০ ঘটিকা
নিয়মাবলি:
১। প্রত্যেক ইভেন্টের ১ম ও ২য় স্থান অর্জনকারী জেলা পর্যায়ের খেলায় অংশ নিবে,
২। প্রত্যেক দিন সংশ্লিষ্ট প্রতিযোগীদের সকাল ১০ ঘটিকার মধ্যে আবশ্যিকভাবে উপস্থিত থাকতে হবে।
3। ৩১ জানুয়ারির মধ্যে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিজয়ীদের ছবিসহ প্রত্যয়ন পত্র সংগ্রহ করে প্রেরণ করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস