"নিরাপদ জ্বালানী, ভোক্তাবান্ধব পৃথিবী" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ হলরুমে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ , ভূরুঙ্গামারী থানা, সহকারী প্রগ্রামার, আইসিটি অধিদপ্তর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক প্রমুখ।
আসন্ন রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায় রাখার জন্য প্রশাসনকে বাজার মনিটরিং করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, প্রতিষ্ঠান প্রধানগন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়
আলোচনা শেষে, উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ ,ভূরুঙ্গামারী থানা সহ একটি প্রতিনিধি দল ভূরুঙ্গামারী বাজার মনিটরিং করেন। মোবাইল কোর্টের মাধ্যমে ওজনের কার্চুপি পরিবেশ দূষণ ও মূল্য তালিকা না থাকার কারনে একটি দোকানে ২০০০/- ও মেয়াদ উত্তীর্ণ পণ্য, পণ্যের মূল্য তালিকা না থাকা ও নকল মোড়কে পন্য বিক্রি করার অপরাধে মুদির দোকানে ৩০০০/- টাকা জরিমানা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস